এমন আন্দোলন আর কোনো দেশে ঘটেনি

1

নগরীর চকবাজারস্থ শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে ১৭ নভেম্বর বিকাল ৩টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি ও রোটার‌্যাক্ট ক্লাব-এর যৌথ উদ্যোগে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম রাজু। অনুষ্ঠান পরিচালনা করেন রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি-এর প্রধান ডা. মোহাম্মদ হারুনুর রশীদ আকাশ। প্রধান অতিথি বক্তব্যে মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট-এর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেন, যারা জুলাই ও আগস্টে নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে গিয়ে জীবন দিয়েছেন তাদের অনুসারীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার, লুটেরা, খুনীদের পতনের লক্ষ্যে এমন আন্দোলন আর কোন দেশে ঘটেনি। এ ইতিহাস পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে স্মরণীয় ও মডেল হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে আমেরিকান সরকারের ল’ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য মীর দোস্ত মোহাম্মদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করে ১৭ কোটি মানুষেরা যাতে নির্ভয়ে তাদের মনের মানুষকে ভোট প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করা অতীব জরুরি।
প্রধান বক্তা সম্মিলিত পরিবেশ রক্ষা কমিটির আহব্বায়ক প্রফেসর ডা. মনজুরুল করিম বিপ্লব বলেন, ৫ আগস্টের আগে হাজার মায়ের বুক খালি হওয়ার উদ্দেশ্য ছিল ফ্যাসিজম, লুটেরা, খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
বিশেষ অতিথির বক্তব্য দেন আইএইচআরসি চট্টগ্রাম মহানগর শাখার পরিচালক মো. লিয়াকত আলী জসিম, পরিবেশবাদী মো. শওকত নুর, সেলিম কায়সার। ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক কর্মশালায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধিনে জি.পি.এ-৫ পাওয়া ছাত্রছাত্রীদের সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু মোহাম্মদ চৌধুরী, নারগিস সুলতানা, মো. সেলিম কাইসার, মেহরিন সুলতানা, রোটার‌্যাক্টর এটিএম ফাউজুল কবির, মো.হারুনুর রশিদ আকাশ, ডা. ইখতিয়ার উদ্দিন ইরফান, ডা. শেখ আরাফাত উদ্দিন, ফয়সাল হোসাইন বাতিন, মো. আফলাতুল কাইসার ফাহিম, মো. সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি