ডলফিন ক্লাব আয়োজিত মরহুম আলহাজ এমএ হালিম স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান গত ৯ মে মুহুরীপাড়া ওহাব ফুটবল টার্ফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্লাব সভাপতি মো. ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান এডভোকেট মো. আলম। বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মো. জহুরুল হক, আলহাজ আবুল কালাম, সাবেক সভাপতি মো. মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক শাহ আজাদ, মো. ইস্কান্দর মির্জা, টুর্নামেন্টের পাবলিসিটি স্পনসর মেট্রোফ্লেক্স জিমের কর্ণধার নাসিমুল হক লিটন, ম্যান অব দা ম্যাচ ক্রেস্ট স্পনসর আলহাজ আবুল কাশেম ফাউন্ডেশন’র চেয়ারম্যান হাজী আব্দুল হালিম কোম্পানি, সাধারণ সম্পাদক হাজী ওয়াহিদ হালিম ইমন, প্রস্তুতি কমিটির আহব্বায়ক এম. পারভেজ উদ্দীন, সচিব আনিসুল ইসলাম জুয়েল, সমন্বয়ক দিদারুল আলম, ট্রফি স্পনসর ইমাদ-ইমাম ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইসফাক হোসেন সাদ্দাম। উপস্থিত ছিলেন সহ সভাপতি ইউসুফ চৌধুরী বাবু, সিনিয়র সদস্য আব্দুল হামিদ, মেহবুব আলম, সান সাইন ফুটবল একাডেমির কোচ মো. আলমগীর, অর্থ সম্পাদক ওসমান গনি সাগর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু জাহেদ বাদশা, কার্যালয় সম্পাদক আকবর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান টিপু, কার্যকরী সদস্য হামিম ইবনে হোসাইন, সাব্বির আহমেদ নিশান, কামরুদ্দিন নূরাদ, দেলোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় এসএস স্পোটিং ১ গোলে ভিক্টোরি ভাইপার্সকে এবং অপর খেলায় প্রত্যাবর্তন ৩-১ গোলে এমটি নেটওয়ার্ককে পরাজিত করে। বিজ্ঞপ্তি