এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের

1

স্পোর্টস ডেস্ক

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়া সুনির্দিষ্ট কোনো মাঠ নেই। স্টেডিয়ামটির সংস্কার কাজ চলায় বাফুফেকে প্রতি মৌসুমেই বিভিন্ন জেলা স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে অনুমতি নিয়ে খেলা চালাতে হয়। মাঠের সীমাবদ্ধতা দূর করতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাফুফেকে ব্যবহারের অনুমতি দিয়েছে এনএসসি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল (শনিবার) বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’ বছরের শেষ দিকে এসেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলবেন।
আওয়ামী শাসনামলে ক্রীড়াঙ্গনও ছিল রাজনীতির আওতাভুক্ত। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি দূর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২১ আগস্ট সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্তি করে। প্রায় চার মাস পেরিয়ে গেলেও জেলা-বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন হয়নি। ফলে খেলাধুলা এখনও এক প্রকার স্থবির। জেলা-বিভাগীয় কমিটি নিয়ে উপদেষ্টা বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা কখনোই একসঙ্গে এভাবে ভাঙতে হয়নি। এবারই প্রথম। অধিকাংশ সংস্থাই রাজনৈতিক ছিল। মন্ত্রণালয় থেকে ডিসিদের সঙ্গে আলোচনা চলছে। জেলা ক্রীড়া সংস্থা একটু সময় নিচ্ছে। চেষ্টা চলছে দ্রæত কমিটি দেওয়ার।’