এমএলএসের বর্ষসেরা মেসি

2

ইউরোপের পাঠ চুকিয়ে লিওনেল মেসি এখন রাজ করছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির হয়ে করে যাচ্ছেন দারুণ পারফরম্যান্স। আর সেটিরই পুরস্কার পেলেন এবার। জিতলেন মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড।
১৯ ম্যাচে করেছেন ২০ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে। এক বিবৃতিতে এমএলএস জানায়, এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে বেশি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ৩৩.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। এদিকে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়লেন মেসি।