এমইএস কলেজে সংঘর্ষে শিক্ষার্থী গুলিবিদ্ধ

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর ওমরগণি এমইএস কলেজে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরো ৮ থেকে ১০ জন। গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান করতে গেলে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম মামুন। তিনি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে গুলিবিদ্ধ মামুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ওই শিক্ষার্থীর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তবুও ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দিলে তারা গুলি করে।’ তবে ছাত্রদলের কেউ সংঘর্ষে জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির নেতারা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতারা। সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে এক পর্যায়ে তাদের মারধরও করে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ওমরগনি এমইএস কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক মো. তারেক আজিজ বলেন, ‘আজকে (সোমবার) কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রতিনিধি দল আসে। আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র নিজেদের মধ্যে হট্টগোল করে। সেখানে প্রশাসনের লোকজন ছিল।’
তিনি আরো বলেন, ‘আমাদের কলেজে গত ৪৫ বছর ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। ছাত্রলীগের বাচ্চু, ওয়াসিমদের সঙ্গে রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেবো না।’