এবার সিংহাসন হারালেন কোহলি

1

আইপিএল নিলাম ভাগ্য বদলে দেয় ক্রিকেটারদের। এবার ভাগ্য বদলেছে রিশাভ পান্তের। উইকেটকিপার এই ব্যাটারের দাম উঠেছে ২৭ কোটি রুপি। আইপিএলে নতুন ইতিহাস গড়ে পান্তকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। জেদ্দায় অনুষ্ঠিত নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়ে আয়ের দিক থেকে শীর্ষ ভারতীয় ক্রিকেটার বনে গেছেন পান্ত। এতদিন আয়ে সবার ওপরে ছিলেন বিরাট কোহলি।
এবার জাতীয় দলে তারই সতীর্থের কাছে সিংহাসন হারালেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ক্রিকেট থেকে সর্বসাকুল্যে পান্তের বার্ষিক আয় এখন ৩২ কোটি ভারতীয় রুপি। কোহলি বাৎসরিক আয় ২৮ কোটি রুপি। অর্থাৎ ৪ কোটি রুপির ব্যবধানে কোহলিকে পেছনে ফেলেছেন পান্ত। কোহলি ও পান্তের আয়ের উৎস বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে চুক্তি।