এবার মাতামুহুরী নদীর চরে গ্যাসের সন্ধান!

83

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার পর এবার মাতামুহুরী নদীর চরে প্রাকৃতিক গ্যাস সদৃশ খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে।
উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বালুর চর পাড়া সংলগ্ন ঝিরির মুখে এ গ্যাস বের হচ্ছে। উপজেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এর অবস্থান। গ্যাস নির্গমনের খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন উৎসুক জনতা ওই স্থানে ভিড় করছেন। তবে গত দু’দিনে সেখানে যায়নি সংশ্লিষ্ট কোন বিশেষজ্ঞদল। ফলে জানা যাচ্ছে না গ্যাসের কোন মজুদ আছে কিনা সেখানে।
গ্যাস পাওয়া গেছে, এটি আনন্দের খবর হলেও তা আবার কোন বিপদ ডেকে আনবে কিনা এনিয়ে চিন্তিত এলাকার মানুষ। তবে তারা আপাতত সম্ভাবনা উজ্জ্বল বলে উল্লেখ করেন।
স্থানীয় বালুর চর পাড়ার বাসিন্দা খেজারি মার্মা (৫৮) জানান, গত সোমবার সকালে তিনি মাতামুহুরী নদীর চরে পাম্প মেশিন বসাতে গিয়ে বালুর চরে অনবরত ‘বুদ-বুদ’ শব্দ শুনতে পান। এক পর্যায়ে গর্ত খুঁড়ে গ্যাসের গন্ধ পান। পরে বিষয়টি নিশ্চিতের জন্য দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যাস। এছাড়া তিনি ওই স্থানে দুই-তিন বছর ধরে ‘বুদ-বুদ’ শব্দ শুনে আসছেন। আরেক বাসিন্দা উথুইচামং মার্মা বলেন, বড় কোন গাছ কিংবা ময়লা-আবর্জনা পঁচে বালুর নিচে চাপা পড়ে বায়ু গ্যাসের সৃষ্টি হতে পারে।
ইউনিয়ন পরিষদ সদস্য মো. শফি বলেন, আমরা আগুন লাগিয়ে দেখি চরের বালুর উপরে জ্বলছে। এতে বোঝা যায়, সেখানে গ্যাস উঠছে। এছাড়া স্থানীয় দিদার, আবুল হোসেন, মুহিবুল্লাহ মিয়াজী ও এনজিওকর্মী মামুন সিকদার জানান, ওই স্থানে মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।
রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রূ মার্মা জানান, গ্যাসের যে পকেট মুখ পাওয়া গেছে, তার ভিত্তিতে পর্যাপ্ত অনুসন্ধান হলেই এখানে প্রাকৃতিক খনি রয়েছে কিনা বলা যাবে। এটি প্রাকৃতিক না কি বায়ু গ্যাস, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, নদীর চর থেকে গ্যাস বের হওয়ার খবর কেউ জানায়নি। বিষয়টি প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পেট্রো বাংলা এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানো হবে। বিষয়টি দেশের জন্য উজ্জ্বল সম্ভাবনা বলে মনে করি।