এবার টেকনাফে অপহরণের শিকার বৃদ্ধ

1

পূর্বদেশ ডেস্ক

টেকনাফে ফজর নামাজ আদায় করতে ঘর থেকে বের হওয়া শাকের আহমদ (৬০) নামে এক বৃদ্ধ অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। অপহৃত ব্যক্তি টেকনাফ হোয়াইক্যং মিনা বাজার ঘোনাপাড়ার এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। মুক্তিপণের বিষয়টি আমিও শুনেছি। খবর বাংলা ট্রিবিউনের।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজ পড়তে বের হয়ে আর ফিরে আসেননি শাকের আহমদ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও হদিস মেলেনি। পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রী হাসিনা বেগমকে একটি নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে বৃদ্ধকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছে তারা।
অপহৃত শাকের আহমদ ৩ বছর আগে মালয়েশিয়া থেকে প্রবাসজীবন শেষ করে বাড়িতে আসেন। তার এক ছেলে মালয়েশিয়ায় নাগরিকত্ব নিয়ে সেখানে থাকেন।
অপহৃত শাকের আহমদের ছেলে চট্টগ্রাম মহসিন কলেজে অধ্যয়নরত মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমার বাবা ১৩ জানুয়ারি ফজরের নামাজ পড়তে এলাকার মসজিদে যায়। নামাজ পড়ে বাড়ে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও না পেয়ে আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম। পরে রাতে আমার আম্মুর নম্বরে ফোন করে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের বিষয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছি। আমার বৃদ্ধ বাবাকে উদ্ধারের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চায় আমার পরিবার।
এদিকে, সর্বশেষ গত ১০ জানুয়ারি দিনদুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের হরিকুলার বুড়াবুনিয়া বনে মুখোশধারী অর্ধশতাধিক অস্ত্রধারী গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়।