যুক্তরাষ্ট্রের পর এবার চীনও ব্যাপক মাত্রায় ক্ষতি সাধন করতে সক্ষম এমন বোমা তৈরি করেছে। এই বোমার প্রচন্ড ধ্বংস সাধন ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা রয়েছে শুধু পারমাণবিক বোমার। এমন বোমাগুলো সাধারণভাবে ‘মাদার অফ অল বোম্বস’ নামে পরিচিত। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বোমার পরিচয়ে আমেরিকান ‘মাদার অব অল বোম্বস’ কথাটি ব্যবহার করলেও চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞের দাবি, এটি যুক্তরাষ্ট্রের বোমার চেয়ে আকারে ছোট ও হালকা।
২০১৭ সালে আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের অবস্থানের ওপর একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমাটির আনুষ্ঠানিক নাম ‘জিবিইউ ৪৩/৩ ম্যাসিভ অর্ডন্যান্স।’ এটি ‘মাদার অব অল বোম্বস’ হিসেবে আখ্যায়িত হয়। যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ বানানোর প্রেক্ষিতে রাশিয়া ‘ফাদার অব অল বোম্বস’ বানিয়েছে, যা যুক্তরাষ্ট্রের বোমার চেয়েও বড়।
চীনা বোমাটি প্রস্তুত করেছে চীনের প্রতিরক্ষা খাতের সুবৃহৎ প্রতিষ্ঠান ‘চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কোঅপারেশন লিমিটেড’ (নরিনকো)। ডিসেম্বরের শেষে তাদের ওয়েবসাইটে বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণের ভিডিও পোস্ট করা হয়েছে। পরীক্ষায় বোমাটি একটি ‘এইচ-সিক্সকে’ বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই প্রথমবারের মতো বোমাটির বিস্ফোরণ সক্ষমতার তথ্য বাইরে প্রকাশ করা হলো। বেইজিংভিত্তিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ উই ডংজু বলেছেন, ভিডিও থেকে বোমাটিকে দৈর্ঘ্যে পাঁচ ছয় মিটার বলে মনে হয়েছে। গ্লোবাল টাইমসকে বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘এই বোমার যে প্রচন্ড বিধ্বংসী ক্ষমতা তাতে শক্তিশালীভাবে বানানো ভবন থেকে শুরু করে সামরিক স্থাপনা পর্যন্ত সবই উড়িয়ে দেওয়া সম্ভব। শুধু শত্রু স্থাপনা ধ্বংস নয় বনভূমি আবৃত স্থানে সেনাবাহিনীকে পাঠাতে যদি কোনও স্থান পরিষ্কার করা দরকার হয়, তাহলে ওই বোমাটি ব্যবহার করে নিমেষেই ল্যান্ডিং স্পট তৈরি করে নেওয়া যাবে।’ যুক্তরাষ্ট্রের দেখানো ‘মাদার অব অল বোম্বসের’ সঙ্গে এই চীনের বোমার তুলনা করতে গিয়ে ডংজু বলেছেন, যুক্তরাষ্ট্রের বোমাটি বহন করতে বোমারু বিমানের বদলে রীতিমত পরিবহন যানের প্রয়োজন হয়।’