এবার গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

6

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টা ৪০ মিনিটে র‌্যাব এক বার্তায় জানিয়েছে, ঢাকার মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের
আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
গণ আন্দোলনে সরকার পতনের পর তার অবৈধ সম্পদের বিষয়ে গত ১৮ অগাস্ট অনুসন্ধান শুরুর কথা জানায় দুর্নীতি দমন কমিশন। সেদিন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, আসাদুজ্জমান মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনে। এর আগে চলতি বছরের মে মাসে আছাদুজ্জামান মিয়ার ব্যাপক সম্পদের বিষয়ে খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম।