পূর্বদেশ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে গতকাল মঙ্গলবার ইরানের উপর হামলা বন্ধের কথা ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। আর তার পরেই সে দেশের দুই বিরোধী দলের তরফে গাজায় হামলা বন্ধের দাবি তোলা হয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের কাছে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বিরোধী দলনেতা ইয়ের লাপিদ এবং আর এক বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ের গোলান গাজায় প্যালেস্টাইনি নাগরিকদের উপর অবিলম্বে হানাদারি বন্ধ করার দাবি তুলেছেন। গতকাল মঙ্গলবার ইয়েস আতিদ দলের প্রধান লাপিদ বলেন, আর কেন? এবার গাজাতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। ইসরায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।
অন্য দিকে, গোলান এক্স পোস্টে লিখেছেন, এ বার অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজায় যুদ্ধ থামুক। গত দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সেনার অভিযান চালকালীন বারে বারেই দেশের অন্দরে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে গোপনে বিরোধী নেতা-কর্মীদের উপর নজরদারি এবং নিপীড়নের অভিযোগও উঠেছে। ঘটনাচক্রে, গতকাল ভোরেও গাজায় ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ৩৮ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন।