নিজস্ব প্রতিবেদক
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রশীদ বলেন, আসামিপক্ষের করা জামিন আবেদনের আমরা বিরোধিতা করেছি। রবিবার আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।
এর আগে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত বুধবার (১৪ আগস্ট) জামিন আবেদন করেন বাবুল আক্তার। ওই দিন ১৮ পৃষ্ঠার জামিন আবেদন নিয়ে দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট শুনানি হয়। জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। পাশাপাশি জামিনের বিরোধিতা করে আদালতে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে রবিবার আদেশের দিন ধার্য করেন আদালত।
তথ্য মতে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। গত বছরের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৯ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে মিতুর বাবা মোশাররফ হোসেনের সাক্ষ্য দেন।
অভিযোগপত্রে প্রধান আসামি মিতুর স্বামী বাবুল আক্তার। বাকিরা হলেন মো. কামরুল ইসলাম শিকদার মুছা, এহতেশামুল হক প্রকাশ, হানিফুল হক প্রকাশ ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু এবং শাহজাহান মিয়া।