ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা এপ্রিল মাসের শেষের দিকে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এই আশঙ্কার কথা জানালেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। দক্ষিণ আমেরিকায় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯১ ও মৃতের সংখ্যা ৭। স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মান্ডেত্তা বলেন, ব্রাজিলে সাও পাওলোতে করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি।
আগামী সপ্তাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার ব্রাজিল রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি, করোনা মোকাবিলায় তহবিল বরাদ্দ করেছে। অনলাইনে সিনেটের অধিবেশনে আর্থিক বরাদ্দের অনুমতি দেওয়া হয়। দুই সিনেট সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারে করোনা মোকাবিলায় জনগণের সমালোচনার মুখে পড়েছেন। শুরুতে তিনি ভাইরাসের সংক্রমণকে কল্পনা হিসেবে আখ্যায়িত করেছিলেন। শুক্রবার বিভিন্ন রাজ্যের গভর্নররা কঠোর পদক্ষেপ নেওয়ায় তিনি সমালোচনা করে দাবি করেছেন, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।