এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নারী দিবস উদযাপন

1

নিজস্ব প্রতিবেদক

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, নার্স হওয়া মানে নিজের চোখের জল আটকে রেখে অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলা। নার্সদের নিজস্ব কষ্ট আছে। ক্লান্তি আছে। তা প্রকাশ না করে তারা রোগীদের সান্ত¡না দেন, সাহস জোগান, আশা তৈরি করেন। গত সোমবার নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের মিলনায়তনে ‘বিশ্ব নার্স দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং (সিআইসিএন) অনুষ্ঠানটির আয়োজন করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে নাহিদা বানু বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের নার্সদের সেবার মান এককথায় অতুলনীয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। শুধু আমার সাথে নয়, এখানকার নার্সরা যেভাবে প্রতিটি রোগীর সাথে পরম মমতায় সেবা দেন, এতে রোগীদের মনে প্রশান্তি চলে আসে। অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান এবং দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, নার্সিং কেবল একটি পেশা নয়, এটি একটি মহান সেবা। রোগীদের ভালোবাসা এবং যতœই একজন নার্সকে মহান করে তোলে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন, ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিস ডা. ফজল-ই-আকবর, মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আকরাম হোসাইন এবং চিফ নার্সিং অফিসার শান্তা রানি সাহু প্রমুখ। বিজ্ঞপ্তি