গত ১৩ মার্চ চট্টগ্রামের অভিজাত রেষ্টুরেন্ট এ্যামব্রোশিয়াতে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর জেলা-৩ এর গর্ভনর এপেক্সিয়ান মো: বেলাল হোসেন এর সভাপতিত্বে এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর স্কুলিং অনুষ্ঠিত হয়। উক্ত স্কুলিং প্রোগ্রামে এপেক্স জেলা-৩ এর বিশটি ক্লাব অংশগ্রহন করে। স্কুলিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী এবং এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী। স্কুলিং এর রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান কাদের নওয়াজ, এলজি ও পিএনপি, এপেক্সিয়ান ইঞ্জি: টি কে বাড়ৈ তরুন, এলজি ও পিএনপি এবং এপেক্সিয়ান সৈয়দ নুরুর রহমান, পিএনপি।
স্কুলিং এ ট্রেইনারগণ এপেক্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, ট্রেজারার সহ গুরুত্বপূর্ণ পোস্টের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও জাতীয় বোর্ডের সদস্য সহ পুরো বাংলাদেশ থেকে প্রায় ১৬০ জন এপেক্সিয়ান উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি