আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ক্লাব এপেক্স ক্লাব অব চিটাগাং এর ৬০ তম পালাবদল অনুষ্ঠান ও হীরক জয়ন্তী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে সন্ধ্যা ৭টায় জেলা-০৩ এর গভর্নর এপে. সরোয়ারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো এবং জাতীয় দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, জাতীয় বোর্ডের এনইডি. এপে. ওয়ালিউল্ল্যাহ রিপন, এনআইআরইডি এপে. মো. নজরুল ইসলাম, এল.জি পিএনপি বীর মুক্তিযোদ্ধা এপে. মহিউদ্দিন শাহ আলম নিপু, ডা. জবিউল হোসেন, এপে. ইলিয়াস জসিম।
পালাবদল অনুষ্ঠানে জেলা-০৩ এর অন্যান্য ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি অংশগ্রহণ করেন এপেক্স ক্লাব গুলশান ও এপেক্স ক্লাব অব কুমিল্লার প্রতিনিধি টিম। ক্লাবের ৬০তম পালাবদল অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এপে. এস.এম আশরাফ উদ্দিন তার জুয়েল হস্তান্তর করেন নবনির্বাচিত বোর্ড সভাপতি এপে.আশ্রাফুল আলম ভূঁইয়ার কাছে। অনুষ্ঠানে জেলা-০৩ এর গভর্নর এপে. সরোয়ারুজ্জামান চৌধুরী ২০২৫ বর্ষের দায়িত্বপ্রাপ্ত নতুন বোর্ডের পরিচালকের শপথ পাঠ করান। ২০২৫ বর্ষের সভাপতি এপে. আশ্রাফুল আলম ভূঁইয়ার নেতৃত্বাধীন অন্যান্য বোর্ডের পরিচালক বৃন্দ হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এম. জাকারিয়া চৌধুরী যুবরাজ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপে. এস. এম আশরাফ উদ্দিন, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. রেজাউল করিম শিমুল, ট্রেজারার- এপে.কামাল হোসেন, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে. মো. হাসান, সার্ভিস ডিরেক্টর এপে.করিমুল হক চৌধুরী, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপে. ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরী, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মহিউদ্দিন আজাদ এবং সার্জেন্ট এট আর্মস এপে. মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ রউফ বলেন, এপেক্স একটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, এটি মানবতার কল্যাণে কাজ করে। সমাজের কম ভাগ্যবানদের জন্য কাজ করা এ ধরনের মানবিক সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে পারাটা নিঃসন্দেহে সবার জন্য আনন্দের। বিজ্ঞপ্তি