আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল, এপেক্স বাংলাদেশ, জেলা ০৩ এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানের দুই পর্বের প্রথম পর্বে ক্লাব স্কুলিং এ ক্লাস নেন এপেক্স জেলা-৩ এর পিডিজি এপে. ডাক্তার এটিএম ইমরান, পিডিজি এপে. জাকির হোসেন, প্রাক্তন সভাপতি ও সিনিয়র এপেক্সিয়ান মো. হাসান আহসানুল কবির সুজন। এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লাইফ মেম্বার এপেক্সিয়ান জয়দেব চন্দ্র দাশ, এপেক্সিয়ান গোলাম কবির এবং এপেক্সিয়ান মো. সরোয়ারুজ্জামান চৌধুরী। প্রশ্ন উত্তর পর্বে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে এপেক্সিয়ান ডাক্তার টিটু পাল, এপেক্সিয়ান মনজু আলী খান রাকিব এবং এপেক্সিয়ান মো. সেলিম উদ্দিন। ২য় পর্বে এপেক্স ক্লাব অব কর্নফুলীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান তৌফিকুর রহমান ইমনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান পুষ্পেন দাশের পরিচালনায় সাধারণ সভায় অতিথি ছিলেন ডিজি-৩ এপেক্সিয়ান জামাল হোসেন, এল জি পিএনপি এপেক্সিয়ান শাহ আলম নিপু, পিডিজি-৩ এপেক্সিয়ান ডাক্তার এ টি এম ইমরান, এড. এরশাদুর রহমান রিটু, এপেক্সিয়ান জাকির হোসেন, এপেক্সিয়ান শেখ আক্তারুজ্জামান পারভেজ, লাইফ মেম্বার এপেক্সিয়ান জয়দেব চন্দ্র দাশ এবং ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান এডভোকেট আবছার উদ্দিন হেলাল। এজিএম এ এপেক্স ক্লাব অব কর্ণফুলীর প্রাক্তন সভাপতি এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে প্রেসিডেন্ট এপেক্সিয়ান তৌফিকুর রহমান ইমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল ওহাব মিয়াজি, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান পুষ্পেন দাশ, আই পিপি এপেক্সিয়ান মোশাররফ হোসেন, সেক্রেটারি এবং ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো. রাকিবুল হক, ট্রেজারার এপেক্সিয়ান মেহেদি হাসান শাওন, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান মনিরুল ইসলাম শিপন, মেম্বারশিপ এবং এটেনডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান কে.এম. তানভীর সিকান্দার, ফেলোশিপ এবং পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট নজরুল ইসলাম, পাবলিক স্পিকিং এবং ডিবেটিং ডাইরেক্টর এপেক্সিয়ান এ. এম. শাহেদ চৌধুরী, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান ডাক্তার মো. ফেরদৌস আলম এর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এপেক্সিয়ান আনোয়ার এলাহি ফয়সাল, এপেক্সিয়ান জিয়াউল হক সোহেল, এপেক্সিয়ান নজরুল ইসলাম, এপেক্সিয়ান আব্দুল কাদের, এপেক্সিয়ান জাহাঙ্গীর সৈয়দ, এপেক্সিয়ান মিজানুর রহমান টিপু, এপেক্সিয়ান জসিম উদ্দিন, এপেক্সিয়ান কাজী নজরুল ইসলাম, এপেক্সিয়ান মইন, এপেক্সিয়ান জনি সহ আরও অনেকে। বিজ্ঞপ্তি