চট্টগ্রামে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্বলিত ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার এর সাথে স্বাস্থ্য সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে পোর্টল্যান্ড গ্রুপ। গতকাল শনিবার দুপুর ১২টায় এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এপিক হেল্থ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান এবং পোর্টল্যান্ড গ্রুপের মেনেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান মজুমদার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লি.এর পক্ষে এজিএম ডা.সাইফুদ্দিন মো.খালেদ, ম্যানেজার সুমন রঞ্জন ভৌমিক, ম্যানেজার-কর্পোরেট বিজনেস মুহাম্মদ সোয়েব হোসেন ফারুকী এবং পোর্টল্যান্ড গ্রুপের পক্ষে ডিরেক্টর এম. রবিউল হোসাইন, ডিরেক্টর জাকির হোসাইন, ডিরেক্টর হাদীদুর রহমান হাদী, পরামর্শক ইয়াসীন হীরা, বাংলাদেশ নিউজ এজেন্সি বিশেষ প্রতিনিধি সৈয়দ গোলাম নবী উপস্থিত ছিলেন।
ডা.সাইফুদ্দিন মো.খালেদ এপিক হেলথ্ কেয়ারের সার্বিক কার্যক্রম ও কোয়ালিটি বিষয়ক ডিজিটাল প্রেজেন্টেশন প্রদান করেন। এই চুক্তির ফলে পোর্টল্যান্ড গ্রুপের সকল ডিরেক্টর, গ্রাহকগণ, কর্মকর্তা-কর্মচারিগণ ও তাদের পরিবার এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনষ্টিক টেষ্টের ক্ষেত্রে বিশেষ কর্পোরেট ডিস্কাউন্ট সুবিধা লাভ করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও দু’পক্ষের পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উম্মোচনের নানামাত্রিক সুবিধাগুলো তুলে ধরা হয়। খবর বিজ্ঞপ্তির