এনসিসি ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেড স¤প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হয়েছে। নতুন এই সেবার মাধ্যমে বিকাশের পরিবেশক, এজেন্ট এবং মার্চেন্ট যাদের এনসিসি ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে, তারা রিয়েল টাইমে অর্থ জমা ও ই-মানি ট্রান্সফার করতে পারবেন। এটি একটি নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ২৪ ঘণ্টা লেনদেনের সুযোগ নিশ্চিত করবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মো. মনিরুল আলম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি