এনসিসি ব্যাংক মতিঝিল প্রধান শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র কার্যক্রম শুরু করেছে। এই উইন্ডোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ, শাখা প্রধান সৈয়দ সাদিকুর রহমান, এসভিপি ও হেড অব সাসটেইনবেল ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব আইসিটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তৌহিত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি