এনবিআরে ব্র্যাক ব্যাংকের বুথ উদ্বোধন

1

করদাতাদের জন্য কর পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিসে ‘আয়কর তথ্য সেবা মাস ২০২৪’ উপলক্ষে বুথ চালু করেছে ব্র্যাক ব্যাংক। গত ২২ নভেম্বর এনবিআরের ঢাকা ট্যাক্স জোন-১১ অফিসে বুথটির উদ্বোধন করেন জোনাল কমিশনার মিস শারমিন ফেরদৌসী এবং ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আবদুল ওহাব মিয়া, এফসিএ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ট্র্যানজ্যাকশন ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.) এবং ট্যাক্স জোন ১১-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে শারমিন ফেরদৌসী ট্যাক্স কমিশন এবং ব্র্যাক ব্যাংকের সম্মিলিত উদ্যোগের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এ উদ্যোগ করদাতাদের প্রতি আমাদের সেবা প্রদানের শ্রতিশ্রæতিরই প্রমাণ। ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এফসিএ বলেন, ‘আমরা প্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রক্রিয়াগুলোকে আরও সহজ করে তুলছি। এই অস্থায়ী বুথ আমাদের গ্রাহকসেবা সম্পর্কে আমাদের শ্রæতশ্রæতকে প্রতিফলিত করবে। বিজ্ঞপ্তি