স্পোর্টস ডেস্ক
লা লিগায় শুরুতে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এদিন অভিষেক হয়েছে এনদ্রিকের। শুধু তা-ই নয়, গোলও করেছেন ব্রাজিলের এই বিস্ময় বালক। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৫০ মিনিটে ফ্রি কিক থেকে ক্ষিপ্রগতির শটে ডেডলক ভাঙেন ফেদে ভালভার্দে। ৮৮ মিনিটে এদের মিলিতাওর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াস। তার আগে অবশ্য বদলি হিসেবে ৮৬ মিনিটে মাঠে নামেন এনদ্রিক। যোগ করা সময়ে ৬ মিনিটে দিয়াসের পাস থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিনের অপর ম্যাচে গত মৌসুমে চমক দেখানো জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।