নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় দাবা ক্লাব আয়োজিত ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সহযোগিতায় ‘এনজিএইসএস আন্তর্জাতিক রেপিড রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্ট- ২০২৫’ আগামী ১২ই জুলাই শনিবার সকাল ৯.৩০ নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে সকলকের জন্য উন্মুক্ত। দিনব্যাপী এই টুর্নামেন্ট ৭/৯ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে পরিচালিত হবে। টুর্নামেন্টে বিজয়ীদের মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরষ্কার দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১০শে জুলাই বিকাল ৫.০০ টার মধ্যে ৪৯৯ টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে নাম নিবন্ধন করিতে হবে। নিবন্ধন জমা যোগাযোগ করুন ০১৯৭৯৬৩৩৪৯৭( বিকাশ) ও ০১৮২৭৭৫৪৯৭৯( বিকাশ)।