এনজিএইচএস ফুটসাল চ্যাম্পিয়ন ব্র্যান্ড-৯৪

1

ফেসবুক পেইজ নাসিরাবাদিয়ানস ও গ্রæপ নাসিরাবাদ বয়েজ স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব উদ্যোগে এবং আমজাদ হোসেন ও নিজাম উদ্দিন আহমেদ টিপুসহ এনজিএইচএস ক্লাব ২০০০ এর সহযোগিতায় প্রথম বারের মত আয়োজিত এনজিএইচএস ফুটসাল কাপে ব্র্যান্ড ৯৪ (৯৪ ব্যাচ) কাজী কামরুল ইসলাম পাভেল এর দেয়া একমাত্র গোলে টি -লাইন স্পোর্টিং ক্লাব (২০০৭ ব্যাচ) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিভিন্ন ব্যাচের ১৬ টি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ৯৪ ব্যাচের কাজী কামরুল ইসলাম পাভেল, সেরা গোলকিপার একই ব্যাচের মনিরুল হক চৌধুরী মানিক, সেরা গোলদাতা নির্বাচিত হয় ২০১৩ ব্যাচের নয়ন। এনজিএইচএস ক্লাব ২০০০ এবং সানকুইক এই টুর্নামেন্টটি স্পনসর করেছে। এই টুর্নামেন্টের লক্ষ্য ছিল প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন জোরদার করা, সৌহার্দ্য ও ঐক্যের মনোভাব গড়ে তোলা। আয়োজক হিসেবে ছিলেন আইনান, ওসামা, নিবিড়, কাইছার, ইয়াসির, মাহিন, সাকিব, আহনাফ, শামীম, সারজিল, আতিক, আফিফ,সাকিব, হানিফ প্রমুখ।