বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। বাংলা বিভাগের অধ্যাপক আবদুল আলিম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চল এর সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিথুন, ইন্সপেক্টর লোকাশীষ চাকমা। উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ ইববে মাসুদ, অধ্যাপক আবদুল কাইয়ূম, অধ্যাপক খন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক মো. নাজিম উদ্দীন, অধ্যাপক বিশ্বকর শর্মা ভাষ্কর, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক জয়শ্রী নাথ, অধ্যাপক রাবেয়া মাহমুদ, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক তাহেরা আক্তার, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক ইশরাক ইরতিফা মাহমুদ, আশীষ দস্তিদার, প্রভাষক মো. বদরুদ্দোজা প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবদুল মালেক মাদকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করেন এবং মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য গুরুত্বারোপ করেন। প্রধান বক্তা এমাদাদুল ইসলাম মিথুন মাদকের ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার উপর গুরুত্ব দেন। বিজ্ঞপ্তি