ভিসা সিগনেচার এবং কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। গত ৩ জুন প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্ড চালু করা হয়। এনআরবি ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকদের সাথে নিয়ে ব্যাংকের ভিসা সিগনেচার এবং কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করেন। এনআরবি ব্যাংকের উভয় কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ পরিষেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক এবং মূল্য ছাড়ের অফার উপভোগ করতে পারবেন। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম এবং এস কে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি