এদেশ হবে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ

4

পেকুয়া প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশে আর কোন মানুষ তার স্ব-স্ব ধর্ম পালনে প্রতিবন্ধকতার শিকার হবে না। এদেশ হবে ধর্ম, বর্ণসহ সব মানুষের জন্য নিরাপদ। আমরা যেন সবাই বাংলাদেশের নাগরিক হই, এদেশে আর যেন সংখ্যালগু ও সংখ্যাগুরু কেউ না হই।
মগনামা আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে সুধি সমাবেশে সভাপতিত্ব করেন এ এইচ এম জুনাইদ। বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. রেজেওয়ানুল হক, চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম মোরশেদ জাফর, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।
এ সময় কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।