এদেশের সকল ধর্মের মানুষ সৌহাদ্য নিয়ে বসবাস করে

2

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে আমরা সকল ধর্মের মানুষ সৌহাদ্য-ভালোবাসায় মিলেমিশে বসবাস করি।’ শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উল্লেখ করে তিনি বলেন, ‘এ উৎসবে যাতে কেউ গোলোযোগ সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সচেষ্ট রয়েছে। মীরসরাইয়ের প্রতিটি পূজা মন্ডপে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেজন্য বিএনপি নেতা-কর্মীরা সজাগ রয়েছে এবং প্রতিটি মন্ডপ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।’ মীরসরাইয়ের পশ্চিম মলিয়াইশ মাতৃমন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। পূজা পরিষদ সভাপতি প্রফুল্ল কুমার নাথের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন মানিক, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মামুন, মীরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল ও সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু সহ বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। স্বাগত বক্তব্য দেন পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী কানু। উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ছোটবেলা থেকে আমার সকল ধর্মের মানুষ মানুষ একসাথে হেসেখেলে বড় হয়েছি। আগামীতেও রাস্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন এ সহমর্মিতা ও সৌন্দর্য অটুট থাকে। বিজ্ঞপ্তি