এতিমখানায় হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’র ইফতার সামগ্রী বিতরণ

1

যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের মানুষদের চ্যারিটি প্রতিষ্ঠান ‘হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’র’ পক্ষ থেকে আসন্ন রমজান উপলক্ষে রাংগুনিয়া, পটিয়া, লোহাগড়া, বায়েজিদ, রাংগামাটি, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও বোয়াখালী উপজেলার বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে ভলান্টিয়ারবৃন্দ তালিকাভুক্ত এতিমখানায় ইফতার সামগ্রী পৌঁছে দেন। এ উপলক্ষে স¤প্রতি স্থানীয় এক হোটেলে কলামিস্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনাড়ম্বর সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাসেম, ইকবাল হাসান, ভলান্টিয়ার আবদুল মতিন, মীর মহসিন, মো.শহীদ, মোস্তফা মনোয়ার মুন্না, মো. সাদেক ও জামাল উদ্দিন। সভায় দুইটি হুইল চেয়ার বিতরণ ও একজন রোগীর জন্য একটি কৃত্রিম পা সংযোজনের অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, করোনা সংকটের সময় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল ইক্যুপমেন্ট প্রদানের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের কিছু মানবিক মানুষ এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের বন্যায় ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, হুইলচেয়ার বিতরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তি