এতিমখানায় রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর খাদ্য সামগ্রী বিতরণ

1

প্রথম রমজানে রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো জালালাবাদ বায়েজিদে অবস্থিত হাজী নাজমা জাহানারা আনোয়ারা হেফজখানা ও এতিমখানায় পুরো রোজার মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করে। এ সময় এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান বিশ্ব মুসলিম উম্মাহর ও উক্ত ক্লাবের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপ্সা টিমের অ্যাডভাইজর ও রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রাক্তন সভাপতি এস কে আজিম পিন্টু, ক্লাবের সভাপতি রোটা. তাসনুভা হায়দার নোভা (২০২৪-২৫), ক্লাব সেক্রেটারি রোটা. সাবিনা কাইয়ুম (২০২৪-২৫) এবং ক্লাবের প্রাক্তন সভাপতি রোটা. আব্দুল মামুন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সাফায়েত রায়হান শিহাব। এই উদ্যোগে রোটারি ক্লাব অফ আগ্রাবাদ সহযোগিতা করে। বিজ্ঞপ্তি