এড ভিশন বাংলাদেশের মতবিনিময় সভা

1

এড ভিশন বাংলাদেশের উদ্যোগে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলোজি চট্টগ্রাম সেমিনার হলে ৫ জুন আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ এর প্রাক্কালে চট্টগ্রামের পরিবেশ রক্ষায় আমাদের করণীয়, নাগরিক দায়িত্ব” বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা গত ৩ জুন অনুষ্ঠিত হয়।
এড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও স. ম জিয়ার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলোজি চট্টগ্রাম এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলোজি চট্টগ্রাম এর রেজিস্টার অধ্যাপক মো. সালা উদ্দিন, সোহেল মো. ফখরুদ-দীন, এম এ সবুর, লায়ন দুলাল কান্তি বড়ুয়া।
উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন, অজিত কুমার শীল, এইচ এম শামীম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সমীরণ পাল, জোবাইদা ইয়াসমিন, ইব্রাহিম হোসাইন, সাবরিনা আফরোজা, মো. নুর, নুরুল হুদা চৌধুরী, নিটু চৌধুরী, মো. আবু হানিফ, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সোহেল, মো. উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি