এগিয়ে আনা হয়েছে টি-২০’র প্রথম ম্যাচ

43

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে। এরই মধ্যে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওদিকে, দল ঘোষণা করে দিয়েছে ক্যারিবীয়ানরাও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
সিলেটে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। সিলেটের লাক্কাতুরায় অবস্থিত স্টেডিয়ামটিতে সন্ধ্যা নামতে না নামতেই ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। তাই দুই দলের ম্যাচে শিশির একটা বাজে প্রভাব ফেলতে পারে। এই বিবেচনায় সিলেটের টি-টোয়েন্টির সময় এগিয়ে আনা হয়েছে। বিকেল ৪টার পরিবর্তে সিলেটের টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২টায়। আয়োজক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে।