স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মা জানিয়েছিলেন অবসর এখনই নেবেন না তিনি। এবার একই উত্তর এসেছে বিরাট কোহলি থেকে। ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন এখন অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।’ টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ওয়ানডে ও টেস্টে নিয়মিত খেলে যাচ্ছেন। খুব বেশি ছন্দ ধরে না রাখতে পারলেও দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। নিজের এই খেলা এখনও উপভোগ করে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। যতদিন উপভোগ করে যাবেন ততদিন অবসর নেবেন না বলে জানান তিনি।