আগামী মার্চে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সফরে বাংলাদেশের সূচিতে পরিবর্তন এসেছে। মূল সূচি থেকে ৭ দিন পিছিয়ে নতুন করে সূচি দেওয়া হয়েছে। কিউই ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘লজিস্টিকাল’ কারণে সূচিতে এই পরিবর্তন। এই সফরে গিয়ে সিরিজের জন্য প্রস্তুতি আরেকটু ভালো করতে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্যই সূচিতে রদবদল। তিন ম্যাচে ওয়ানডে সিরিজে এখন ২০, ২৩ ও ২৬ মার্চ ম্যাচ তিনটি হবে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ এখন হবে ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল। নিউজিল্যান্ডে সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর একটি টেস্ট না খেলেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। দেশটিতে এখন পর্যন্ত কোনো সংস্করণেই স্বীকৃত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।