বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরই এক ম্যাচ দিয়ে শিরোপা নির্ধারণের কড়া সমালোচনা করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই ভারতীয় অধিনায়ক তিন ম্যাচের সিরিজ দিয়ে শিরোপার ফয়সালার পরামর্শ দিয়েছেন।
সে সময় কিছু না বললেও এ প্রসঙ্গে মুখ খুলেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলি। উইক’ ম্যাগাজিনকে গাঙ্গুলি বলেছেন, ‘এখনই এই কথা বলার সময় হয়নি। পুরো মৌসুম আগে শেষ হোক। ক্রিকেটের সবথেকে কঠিন এবং শক্তিশালী ফরম্যাট হল টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটের ফাইনাল থাকা দরকার।’ শুধু কোহলিই নন। একাধিক ম্যাচের ফাইনালের পক্ষে মত দিয়েছিলেন যুবরাজ সিং, শচিন টেন্ডুলকার ও রবি শাস্ত্রীও। আরও কয়েকটি মৌসুম দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পক্ষে গাঙ্গুলি।