এক মহিলার ছয় মাসের কারাদন্ড

34

রাউজানের এক ব্যবসায়ীর দায়েরকৃত চেক প্রতারণা মামলায় নগরীর শিপ্রা রানী ধর (৪১) নামের এক মহিলাকে ৬ মাসের কারাদন্ড ও চেকের সমপরিমাণ ৩৫ লক্ষ টাকা প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম আদালতের ২য় জেলা যুগ্ম দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়, নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর ধোপার পাড় এলাকার বাবুল ধর বাড়ির স্বপন কান্তি দাশের স্ত্রী শিপ্রা রানী ধরের কাছ থেকে রাউজানের সুলতানপুর জানালী হাটের মৃত তানভীর হায়দারের ছেলে ব্যবসায়ী কিউএইচএম তানিম হায়দার ৩৫ লক্ষ টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন। কিন্তু তানিম হায়দার সঠিক সময়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারায় ২০১২ সনের ১৪ মে আদালতে মামলা করেন। এ মামলায় গতকাল বুধবার ২য় যুগ্ম দায়রা আদালতের বিচারক রহমত আলী আসামিকে ছয়মাসের কারাদন্ড ও ৩৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ প্রদান করেন। একই সাথে তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী এড. দীপক কুমার চৌধুরী বলেন, মামলার শুনানী শেষে গতকাল বুধবার আদালত আসামিকে ৩৫ লক্ষ টাকা প্রদানের নির্দেশ ও আসামিকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।