একুশে চ্যালেঞ্জার্স কারাতে চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

1

চট্টগ্রামের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘একুশে চ্যালেঞ্জার্স ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫’এ প্রতিযোগীদের দুর্দান্ত নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছে। ১৫টি ক্লাবের ৪০০-এর বেশি প্রতিযোগী ১০০-এর বেশি ক্যাটাগরিতে অংশ নেয় এবং টেকনিক্যাল দক্ষতা ও শক্তিমত্তার দারুণ প্রদর্শনী উপস্থাপন করে।
প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন সেন্সি তীর্থ তালুকদার, যিনি এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ-এ লাইসেন্সধারী বিচারক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর ও হাফিজুর রহমান।