কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একাগ্রতা ও পরিশ্রমে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবেই। এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণে মনোযোগী হতে বলেন এবং স্বপ্ন পূরণের পথে কঠিন পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, নৈতিকতা ও সহনশীলতার মূল্য শেখানোর উপর গুরুত্বারোপ করেন। পুরস্কার বিতরণের মাধ্যমে তারা মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা যোগান। ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা প্রদান করেন। মোহাম্মদ শফিকুর রহমান কামালীর দীর্ঘ শিক্ষকতার জীবন তার ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা।
গত ৮ এপ্রিল রাউজানস্থ বিদ্যালয় মিলনায়তনে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থী ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালীর বিদায়ী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি (অব.) শহীদুল্লাহ চৌধুরী। উদ্বোধক ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ঢাকার ইডেন স্কুল এÐ কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত, সমাজসেবক ইলিয়াছ চৌধুরী বাচ্চু। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুর রহমান কামালী, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ আমিনুল ইসলাম, ডা. রাজু দে, আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্গীতশিল্পী ও শিক্ষিকা রুম্পী চৌধুরী। সার্বিক সহযোগিতায় কাবেরী চক্রবর্তী, নীলিমা ভট্টাচার্য, সোমা কানুনগো, শিউলি খাতুন, অজিত নাথ প্রমূখ। বিজ্ঞপ্তি