স্পোর্টস ডেস্ক
মৌসুমের শুরুতে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। শুক্রবার তাদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন। ক্লাব এই খবর নিশ্চিত করেছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ তারকা। আন্তর্জাতিক বিরতির পর মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বেলিংহ্যাম মাঠে নামতে পারবেন না। আগামী রবিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না বেলিংহ্যাম। এমনকি আগামী মাসে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষেও ইংল্যান্ড তাদের নেশনস লিগ ম্যাচে তাকে পাবে না। গত মৌসুমে ১৯ গোল করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম। সবশেষ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ে হন ম্যাচসেরা।