পূর্বদেশ ডেস্ক
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দুইজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিনে জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন। একদিনে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১৫০ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১২৬ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৭, ঢাকা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং রংপুর বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৩৯ জন। এ বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সর্বোচ্চ সংখ্যা। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৫৩ জন।