চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ‘ডলফিন – ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২৫’ এর ৫ম রাউন্ড শেষে পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ফিদে মাস্টার আবদুল মালেক এককভাবে শীর্ষে আছেন। ৪ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছেন রবিউল হোসেন, অভিক সরকার। ৩.৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছেন দিব্য দাশ, মুজিবুর রহমান।
আজ বুধবার অনুষ্ঠিত ৫ম রাউন্ডে খেলায় ফিদে মাস্টার আবদুল মালেক- দীপংকর চাকমাকে, দিব্য দাশ – মোহাম্মদ সুলতানকে, আহমেদ মজুমদার- রবিউল হোসেনকে, অভিক সরকার – কিশোর দত্তকে, মুজিবুর রহমান – অনিন্দ্য রিককে, আবু মহসিন- প্রঞ্জা রায়কে, নাজিফ নিয়াজ – সুরিত দে, জাহাঙ্গীর আলম – মারুফ চৌধুরীকে, তাওহীদা বেগম – আবিদ মাহাদীকে, সৈয়দ মুসনাবিন – আয়ান জামানকে, অরিত্র দাশ— আফরাত আরীবকে, সৃজন সুত্রধর – মিশকাত উদ্দিনকে, রিক্তা সরকার- কামরুনেচ্ছাকে পরাজিত করে। দিব্য দাশ – মোহাম্মদ সুলতানক মধ্যকার, এম কে শাহীন- আহনাফ ঈশান মধ্যকার, রুবেল হোসেন – অরিত্র বড়ুয়া মধ্যকার, সৈয়দ আয়ান- সুপ্রতিক নাথ মধ্যকার খেলা ড্র হয়েছে।
টুর্নামেন্টে চিফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি আরবিটার হিসেবে মহসিন জামাল পাপ্পু ও আরবিটার হিসেবে হাসান রফিকুল পালন দায়িত্ব করছেন। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৭ দিনব্যাপী সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ রাউন্ডের খেলা দুপুর ১২ টায় শুরু হবে।