একই স্থানে ভেসে উঠলো সাম্পান মাঝির লাশ

2

আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলী নদীতে সাম্পান বাঁচাতে ঝাঁপ দেওয়া নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪৫) লাশ উদ্ধার হয়েছে। যে স্থানে তিনি ঝাঁপ দিয়েছিলেন; প্রায় ৩০ ঘণ্টা পর সেই একই স্থানে লাশটি ভেসে উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামিদ চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাবেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে জনি এবারের এসএসসি পরীক্ষার্থী এবং একমাত্র মেয়ে মিম আকতার ২য় শ্রেণিতে পড়াশোনা করে।
এর আগে গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা জাবেদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ইঞ্জিনচালিত কাঠের নৌকা ছুটে গেলে সেটি রক্ষা করতে নদীতে ঝাঁপ দেন মাঝি মো. জাবেদ আহমেদ। এরপর নৌ-পুলিশ ও স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। অবশেষে একই স্থানে নিখোঁজের ৩০ ঘন্টা পর মাঝি জাবেদের লাশ ভেসে উঠে।
সদরঘাট নৌ থানার ইনচার্জ মো. একরামুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।