নিজস্ব প্রতিবেদক
‘বিয়ে আপনার, খরচ আমাদের’ কর্মসূচির আওতায় একই মঞ্চে ৮ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যাপক সাড়া জাগানো এ উদ্যোগের প্রথম পর্যায়ে নগরীতে এ বিয়ে সম্পন্ন হয়। পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এমন উদ্যোগ নেওয়া হবে। প্রথম পর্যায়ে সম্পন্ন হওয়া ৮ যুগলের বিয়েতে সর্বনি¤œ ৩০ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মোহরানা ধার্য ছিল। পাত্র শুধুমাত্র মোহরানা পরিশোধ করেছে। বিয়ের যাবতীয় খরচ বহন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।
গতকাল শনিবার নগরের বাকলিয়াস্থ কেবি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরেরা সারিবদ্ধভাবে বিয়ের আসনে বসেন। কনেদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামীক স্কলার শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমরা সফলভাবে ৮ যুগলের বিয়ে সম্পন্ন করতে পেরেছি। এরপর আমরা রংপুর বিভাগে বিয়ের আয়োজন করবো। বিয়ের এই আয়োজনে আমাদের অনেকে স্পন্সর করেছেন। ধারাবাহিকভাবে আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য যৌতুকবিরোধী আন্দোলনকে জোরদার করা এবং সহজলভ্য মোহরানা নিশ্চিত করা। সাধারণ মানুষের কাছে এই কর্মসূচি সহজ ও ইতিবাচক বিয়ের ধারণা ছড়িয়ে দিচ্ছে। অনলাইনে এই কর্মসূচির জন্য আহবান করেছিল। এতে ৫৯৫টি আবেদন জমা পড়েছিল। এরমধ্য থেকে যাচাই-বাচাইয়ের মাধ্যমে পাত্রপাত্রীদের সুযোগ দেয়া হচ্ছে বিনা খরচার এই বিয়ের আয়োজনে। এটি শুধু বিয়ে সহজলভ্য করছে না, বরং যৌতুকপ্রথার মতো সামাজিক কুপ্রথা দূর করার পথেও অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে মনে করছেন অনেকে।
এতে অংশগ্রহণকারী অনেকেরই মুখে ছিল আনন্দ ও আবেগের ছায়া। অনেকেই বলছিলেন, এমন উদ্যোগ আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষ এই ধরনের সহজ ও যৌতুকমুক্ত বিয়ের প্রতি আগ্রহী হবে।