এওছিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

1

সাতকানিয়া উপজেলার আওতাধীন এওছিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান। প্রধান বক্তা জেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ মহসিন চৌধুরী রানা, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দীন সুমন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ সেলিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক হাফেজ আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মনজুর আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিজান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হামিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির সেলিম, যুগ্ম আহবায়ক জাকারিয়া সহ নেতৃবৃন্দ। বকতারা বলেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষকে গুম খুন ও হত্যার শিকার হতে হয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তি