এএফসির ম্যাজিক মোমেন্টসে আবাহনী

23

 

বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের নক আউট পর্বে খেলেছে আবাহনী লিমিটেড। প্রথমবার খেলেই মারিও লেমোসের দল গড়েছিল ইতিহাস। গ্রূপ পর্বের শেষ ম্যাচে ভারতের মিনার্ভা পাঞ্জাবকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছিল আকাশি-হলুদরা। তাতে জায়গা করে নেয় আঞ্চলিক পর্বে। সেই ইতিহাস গড়া জয়টি জায়গা করে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সেরা ‘ম্যাজিক মোমেন্টস’-এর তালিকায়।
সেরা তিন ‘ম্যাজিক মোমেন্টস’ এর তালিকা প্রকাশ করেছে এএফসি। এই তালিকায় ২০১৪ সালের ফাইনালে কুয়েতের কাদসিয়া এফসির জয়, ২০১০ সালের ফাইনালে ইন্দোনেশিয়ার বুং কারনো স্টেডিয়ামে অর্ধ লক্ষাধিক দর্শকদের উল্লাস ও আবাহনীর স্মরণীয় জয়টি জায়গা পেয়েছে। ২০১৯ সালের ২৬ জুন পাওয়া আবাহনীর জয়টির শিরোনাম হয়েছে- ‘আবাহনীর শেষ মুহূর্তের উল্লাস।’
সেবার ৬ ম্যাচে ৪ জয় ও এক ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রূপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে খেলেছিল আবাহনী।
এবার অবশ্য আবাহনী এএফসি কাপে ভালো করত পারেনি। প্লিমিনারি রাউন্ড থেকে থেকে বিদায় নিয়েছে।