পূর্বদেশ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নির্বাচন হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল তার পোস্টে ব্যক্তিগত ভোগান্তির উদাহরণ তুলে ধরে রাজনৈতিক নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা পোহাতে হয় বলে উল্লেখ করেছেন। একইসাথে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি তাকে মনোনীত করায় কৃতজ্ঞতাও জানিয়েছেন। খবর বিবিসি।
তিনি লিখেছেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে!
যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি তাদের দলের প্রতি বিশ্বাস রাখার আহবান জানান।
তিনি লিখেছেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে!
ফখরুল নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!











