আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ, কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিনিধি সভা গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে আইএইচআরসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে আইএইচআরসি’র প্রেস এন্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিপ্লব পার্থের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রধান এম এ হাশেম রাজু বলেন, দেশের ১৭ কোটি মানুষ আগামী দিনে একটি মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখে। গত জুলাই ও ৫ আগস্ট মাসে শত শত মায়ের বুক খালি হয়েছে শুধুমাত্র দেশের মাটিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় বৈষম্যহীন নির্বাচনের মাধ্যমে তাদের মনের মানুষকে নিভয়ে ভোট দিয়ে নির্বাচিত করে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো, দ্রæততম সময়ের মধ্যে বিধ্বস্ত রাষ্ট্রকাঠামো সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। সভাপতির বক্তব্যে সাইফুদ্দীন সালাম মিতু বলেন, আমরা এইচএসসির জিপিএ-৫ পাওয়া কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ তাদের মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাকে আগামী ২০ ডিসেম্বর বেলা ২টায় এম.এ আজিজ স্টেডিয়ামে বিশ্বমানের সংবর্ধনা দেবো। অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকসুর সাবেক ভিপি, জিএস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন। প্রতিনিধি সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আইএইচআরসি’র পরিচালক মো. লেয়াকত আলী জসীম, দক্ষিণ জেলা পরিচালক মো. শওকত নূর, উত্তর জেলার পরিচালক নার্গিস সুলতানা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আরিফ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিচালক আ.স.ম রাগীব হাসান মুন্না, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. হারুনুর রশিদ আকাশ, প্রফেসর ফয়জুল কবীর, প্রফেসর উত্তর কুমার আচার্য্য, রূপম কুমার বড়ুয়া, মেহজাবিন সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি