আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা এডিশনাল পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার (সার্কেল), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সান্তোষ রন্জন দাশগুপ্ত, সাধারন সাধারন রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ভবশংকর ধর, আশীষ মিত্র, রুবেল শীল, সন্জয় সরকার, হারাধন দাশ, চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজীব সেন, সাতকানিয়া উপজেলা পূজা পরিষদের আহবায়ক গৌতম শংকর ধর, সদস্য সচিব রাজীব নন্দী, বোয়ালখালী উপজেলা পূজা পরিষদের সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী (সুপেল), লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সভাপতি রাজু ধর রাজ, সাধারণ সম্পাদক সুজন নাথ, প্রদীপ দে, জুয়েল দাশ, যাদব সদ্দার, উজ্জ্বল ভট্টাচার্য, সন্জয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি