‘উৎপাদন কেন্দ্র’ গড়তে চীনা বিনিয়োগ চাইলেন ইউনূস

1

পূর্বদেশ ডেস্ক

বাংলাদেশকে ‘উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প।”
গতকাল ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান বলে বাসস জানিয়েছে।
মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ২৬ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে।”
এই তরুণদের কাজ লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান জানান সরকারপ্রধান। দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, “যখন আপনি পাট নিয়ে কথা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এই দেশটি একটি অনন্য দেশ, যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে।” খবর বিডিনিউজ’র
প্রধান উপদেষ্টা বলেন, “পাটকে এখনও শুধু বস্তা তৈরির তন্তু হিসেবে বিবেচনা করা হয়; অথচ এটি এমন একটি প্রাকৃতিক তন্তু, যাকে আমরা পরিবেশ ও পৃথিবী রক্ষার কাজে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি।”
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা অর্থনৈতিক কর্মকান্ডে পাটকে সঠিক জায়গা দেওয়ার জন্য এক দারুণ সূচনা করতে পারি।”
বাংলাদেশ জামদানি ও অন্যান্য বহু কাপড়ের আবাসভূমি মন্তব্য করে তিনি বলেন, “পাটের বহুমুখী ব্যবহার সম্ভব।” ঢাকাই মসলিনের হারানো গৌরবের কথা স্মরণ করে তিনি করেন, এক সময়ে এটি ছিল পৃথিবীখ্যাত ও মূল্যবান।
বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। ঢাকা ও বেইজিংয়ের যৌথ এ আয়োজনে চীনের ১০০ কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অন্যান্যের মধ্যে সম্মেলনে বক্তব্য রাখেন।