উরুগুয়ে-ব্রাজিল ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

3

বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচগুলোকে সামনে রেখে ৩৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
স্কোয়াডে ফিরেছেন পাওলো দিবালা ও আনহেল কোরেয়া। ডাক পেয়েছেন সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ক্লাউদিও এচেভেরি।
চোটের কারণে স্কোয়াডে থাকছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। এছাড়া বাদ পড়েছেন পোর্তোয় খেলা নেহুয়েন পেরেস। ফিরেছেন ভিয়ারিয়ালে খেলা ডিফেন্ডার হুয়ান ফয়থ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ ব্রাজিলকে আতিথ্য দেবে তারা। বর্তমানে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল।